চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আলোকচিত্রী মউদুদুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, শোয়েব ফারুকী ও ডা. ইব্রাহীম ইকবাল।
এ প্রদর্শনীতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের ২০টি দেশের অর্ধশতাধিক পুরস্কারপ্রাপ্ত ছবি প্রদর্শিত হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসি/টিসি