ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষাশহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।

বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার শুরুতে শাহজাহান চৌধুরী শ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকদের। পাশাপাশি মুখের ভাষা প্রতিষ্ঠিত করা জন্য যারা ত্যাগ কুরবানি করেছেন তাদের শহিদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।  

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা অধিকাংশই মুসলিম পরিবারের সন্তান। প্রভাত ফেরির মতো একটি অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহীদি জনতার উপর চাপিয়ে দেয়া হয়েছে। এই সংস্কৃতি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ইসলাম বিরোধীরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই অপসংস্কৃতির বিরুদ্ধে সজাগ হতে হবে। এই প্রভাত ফেরি একাত্ববাদ ও ইসলাম বিরোধী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমির ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারশেন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমির মুহাম্মদ আমির হোসাইন, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানার নায়েবে আমির আব্দুল হান্নান, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, হামেদ হাসান এলাহী, অধ্যাপক মোহাম্মদ নুর, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় নগর জামায়াতের নায়েবে আমির ড. আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ বলেন, আমরা ইতিহাস রচনা করি রক্ত দিয়ে, অপপ্রচার দিয়ে সেই ইতিহাসকে বিকৃত করা হয়। এর ধারাবাহিকতা আগেও ছিল, এখনো আছে। সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে এটাকে মোকাবেলা সম্ভব নয়। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তৈরি করে সেটি জাতির কাছে তুলে ধরতে হবে।

নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা বিগত ১৮ বছর কথা বলার স্বাধীনতা পাইনি। ২-৩ জনকে একসাথে পেলেই তুলে নিয়ে যেত। আমাদের কথায় কথায় মামলা দেয়া হত। স্বৈরাচার পালালেও সেইসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।