ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশে তৈরি দো-নলা বন্দুকসহ (এলজি) মো.বেলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো.বেলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে।

পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, রাতে হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ২টি এলজিসহ মো.বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।