চট্টগ্রাম: মীরসরাই ও নগরে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বারৈইয়াহাট রেলক্রসিং এলাকা থেকে অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম সেলিমকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব-০৭ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুল চট্টগ্রামের সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নের মৃত মোজ্জামেল হকের ছেলে। ২০০১ সালের ৪ ফেব্রুয়ারি আসামি সাইফুলের বিরুদ্ধে ফেনী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
অপরদিকে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার পলাতক আসামি মো. ইরফানকে (৪২) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতালগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মো. ইরফান রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের মৃত সৈয়দ মাওলানা তোফায়েলের ছেলে। র্যাব জানায়, রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় আদালত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইরফান পাঁচ বছর আত্মগোপনে ছিলেন। তাকেও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসি/টিসি