ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মাত্র ৬ দিন আগে মুখ্য নির্বাচন কর্মকর্তাসহ কমিশনের সব সদস্য পদত্যাগ করার কারণে ঝুলে যায় ১০ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচন কার্যক্রম।

এ অবস্থায় পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জহুরুল আলম ও অ্যাডভোকেট রফিক আহম্মদ।

এদের মধ্যে শামসুল আলম ও সৈয়দ আনোয়ার হোসেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের এবং অন্যরা বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক বলেন, অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে।  

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য সংখ্যা ৫ হাজার ৪০৪ জন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।