ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাঙ্গু গ্যাস ফিল্ডের ৩০ টন স্ক্র্যাপসহ আটক ২৮

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সাঙ্গু গ্যাস ফিল্ডের ৩০ টন স্ক্র্যাপসহ আটক ২৮

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ তানভীর চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরকারি সম্পদ চুরির কাজে ব্যবহৃত ২টি কাটিং মেশিন, ২৫টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি গ্যাস সিলিন্ডার, আনুমানিক ৩০ টন চুরি করা স্ক্র্যাপ, ১টি বার্জ, ২টি লাইফ বোট ও ১টি টাগবোটসহ ২৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।  

তিনি বলেন, জব্দ করা সব আলামতসহ আটক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।