ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কালাচাঁদ ঠাকুর মন্দিরে উৎসব শুরু ২০ ফেব্রুয়ারি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
কালাচাঁদ ঠাকুর মন্দিরে উৎসব শুরু ২০ ফেব্রুয়ারি 

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর বিগ্রহ মন্দিরে ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে 

এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে রয়েছে-শ্রীমদ্ভগবতগীতা পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, রাজভোগ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।  

অনুষ্ঠানের প্রথম দিন দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা।

প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেন-শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), বাসুদেব সম্প্রদায় (যশোর), শ্যামা দেবী সম্প্রদায় (গোপালগঞ্জ), সত্যনারায়ন সম্প্রদায় (বরিশাল) ও মা শীতলা সম্প্রদায় (গোপালগঞ্জ)।  

তিন দিনের বার্ষিক মহোৎসবে ভক্তদের অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।