ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায় সম্পন্ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায় সম্পন্ন  চ্যাম্পিয়ন বালক দল

চট্টগ্রাম: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায় সম্পন্ন  হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের সব জেলা ও মহানগরসহ ২৪টি দলের খেলোয়াড়রা অংশ নেয়। ৬ দিনের এ টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক (অ-১৭) কুমিল্লা জেলা বান্দরবান জেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনের অপর ম্যাচে বালিকা (অ-১৭) খাগড়াছড়ি জেলা রাঙামাটি জেলাকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের  সমাপনী ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  এস এম গিয়াসউদ্দিন বাবর, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার, হারুন আর রশিদ, বান্দরবান  জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন  বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ। সার্বিক সহযোগিতায় ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো. সাইফুল্ল্যা মুনির, মো. জহিরুল ইসলাম, চঞ্চাল বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।