চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনটায় নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে গৃহীত কর্মসূচি সমূহ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় এরশাদ উল্লাহ বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গৃহীত কর্মসূচি সফল করতে হবে।
এদিকে তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবসে বিকাল তিনটায় নাসিমন ভবন দলীয় কার্যালয় সম্মুখে স্থাপিত বিজয় মঞ্চে আলোচনা সভা। রোববার বিকেল চারটায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সোমবার সকাল এগারোটায় নগরের বিপ্লব উদ্যান স্মৃতি বেদিতে পুস্পস্তবক অর্পণ ও বিজয় র্যালি। এতে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম ফয়েজ, ইস্কান্দর মির্জা, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মামুনুল ইসলাম হুমায়ূন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, জাফর আহমেদ, এ কে খান, মাহবুব রানা, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মোঃ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, মোহাম্মদ ইউসুফ। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক হাফিজ সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআই/পিডি/টিসি