চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, অর্থ লোপাটকারী, খুনী ও ভোট ডাকাতরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র বাংলাদেশর জনগণ কখনও সফল হতে দিবে না।
বুধবার (১১ ডিসেম্বর) ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ানবাজার ওয়ার্ড আমীর অ্যাডভোকেট আনোয়ার সাদাতের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদৌস, দেওয়ানবাজার ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী। কর্মীদের সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি মহল্লা ও অলি-গলিতে জামায়াতের ইউনিট কায়েম করতে হবে।
সম্মেলনে আরো বক্তব্য দেন আবদুল মতিন, মাওলানা আজিজুল হক, মোহাম্মদ হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বিই/টিসি