ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেডিএস এক্সেসরিজের ৩৩তম এজিএম অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
কেডিএস এক্সেসরিজের ৩৩তম এজিএম অনুষ্ঠিত ...

চট্টগ্রাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এজিএমে সভাপতিত্ব করেন কেডিএস এক্সেসরিজের চেয়ারম্যান খলিলুর রহমান।

 

সভায় বিগত অর্থবছরের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ এবং কোম্পানির গত ৩০ জুন নিরীক্ষিত আর্থিক বিবরণী, স্বাধীন পরিচালক, পরিচালক এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য বিষয় অনুমোদন হয়।  

এজিএমে ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

 

ভার্চুয়াল প্ল্যাটফরমে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান।  

তিনি এ বছর কোম্পানির ৩৩ বছরে পদার্পন উপলক্ষে সব স্টেক হোল্ডারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো করবে আশাকরি।

কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।