ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘আন্তঃবিভাগ সফটবল ক্রিকেট প্রতিযোগিতা-১৬’ এর উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।


 
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক, গ্রন্থাগারিক মো. জাহাঙ্গীর হোসেন, শরীরচর্চা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক পলাশ কর্মকার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে। এতে লীগ ও নক আউট পদ্ধতিতে মোট ২৫টি খেলা অনুষ্ঠিত হবে। খেলা চলবে ০৪ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।