ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

রদবদল হতে পারে ওয়ানডে র‌্যাংকিংয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
রদবদল হতে পারে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ওয়ানডেতে এক নম্বরেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইয়ে রয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।

ভারতের অবস্থান তিনে আর দক্ষিণ আফ্রিকার অবস্থান চার নম্বরে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে অজি-প্রোটিয়া ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে রদবদল হতে পারে র‌্যাংকিংয়ের।

১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ১১৩ পয়েন্ট নিয়ে অজিদের পরেই আছে কিউইরা। তিনে থাকা ভারত আর চারে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট সমান ১১০।

আসন্ন সিরিজের পর দুইয়ে আসার সুযোগ রয়েছে প্রোটিয়াদের। নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে এবিডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, ডেল স্টেইনরা। ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলে প্রোটিয়াদের অবস্থান গিয়ে দাঁড়াবে তিন নম্বরে, নেমে যেতে হবে ভারতকে।

আর ৪-১ এ সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকা চলে যাবে দুইয়ে। ১১৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা দুইয়ে গেলে জায়গা ছেড়ে দিতে হবে নিউজিল্যান্ডকে।

শীর্ষস্থান ধরে রাখতে হলে সিরিজ জিততে হবে অস্ট্রেলিয়াকেও। ৩-২ ব্যবধানে প্রোটিয়াদের হারাতে পারলে রেটিং পয়েন্টে কোনো উন্নতি হবে না স্মিথ বাহিনীর। তবে, ৫-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হলে চড়া মূল্য দিতে হবে অজিদের। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তখন বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান গিয়ে দাঁড়াবে আরও নিচের দিকে।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকা একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে আইরিশদের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অজিরাও। তাতে রেটিং পয়েন্টের খুব বেশি উন্নতি করতে না পারলেও ডেসিমাল পয়েন্ট (দশমিক পয়েন্ট) এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে প্রোটিয়া-অজিদের।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।