ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে অনুশীলন ম্যাচের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আফগানদের বিপক্ষে অনুশীলন ম্যাচের দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। ২৫ সেপ্টেম্বর মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে।

তার আগে আগামী ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় একটি অনুশীলন ম্যাচ খেলবে সফরকারীরা। সে ম্যাচে আফগানদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

অনুশীলন ম্যাচ সামনে রেখে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বিসিবি একাদশ নামে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের মধ্যে বিসিবি একাদশে রয়েছেন কেবল সাব্বির রহমান। অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসকে রাখা হয়েছে দলে। বাকি ক্রিকেটারদের বেশিরভাগই তরুণ। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জায়গা পেয়েছেন বিসিবি একাদশে।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মো: আল আমিন (জুনিয়র), শুভাশিষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।