ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার সানির বাবা আর নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ক্রিকেটার সানির বাবা আর নেই

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানির বাবা আব্দুর রহিম শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. . . .  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন।

শনিবার দিবাগত রাতে সুগার কমে যাওয়ায় এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যায় শরীরের অবস্থার অবনতি হয়। রাত দেড়টায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহিম শেষনিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুর রহিম।

এদিকে, ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সানির বোলিং অবৈধ ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিষেধাজ্ঞা কাটাতে চূড়ান্ত পরীক্ষা দিতে ছয় সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে তার।

সেখানে আট সেপ্টেম্বর পেসার তাসকিন আহমেদ ও সানির পরীক্ষা হওয়ার কথা। বাবার মৃত্যু শোক নিয়েই পরীক্ষায় নামতে হবে আরাফাত সানিকে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।