ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

ক্রিকেট

কঠোর নিরাপত্তায় সরগরম হচ্ছে ‘হোম অব ক্রিকেট’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
কঠোর নিরাপত্তায় সরগরম হচ্ছে ‘হোম অব ক্রিকেট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার লিগ শেষে লম্বা ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এখনো শেষ হয়নি চার সপ্তাহের ছুটি।

তবে এরই মধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। আগামী ২০ জুলাই থেকে ইংল্যান্ড সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও বেশ কয়েকজন ক্রিকেটার আগেভাগেই কাজ শুরু করে দিয়েছেন।

শনিবার (১৬ জুলাই) মিরপুরের জিমে ফিটনেস নিয়ে কাজ করেছেন মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ ও কামরুল ইসলাম রাব্বি।

ক্রিকেটারদের উপস্থিতিতে একাকিত্ব কাটিয়ে আবার সরগরম হয়ে উঠেছে ক্রিকেটপাড়া। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দল কাজ শুরু করবে ২০ জুলাই। ফিটনেস ট্রেনার মারিও বিল্লাভারায়নের অধীনে ৭-১০ দিন চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের স্কিল ট্রেনিং শুরু হবে। তার আগেই ছুটি শেষে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফরা।

ইংল্যান্ড সিরিজকে উপলক্ষ করেই মূলত বাংলাদেশ দলের ক্যাম্প। আগামী ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের।

দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিবির সিদ্ধান্তে মিরপুর স্টেডিয়ামের মূল ফটক দিয়ে কেবল গাড়ি প্রবেশ করতে পারছে। অন্যদের জন্য রাখা হয়েছে পকেট গেট। বিসিবি কর্মকর্তা, সাংবাদিক এমনকি ক্রিকেটারদের গাড়িও চেকিংয়ের পর ঢোকানো হচ্ছে স্টেডিয়ামে। ক্রিকেটার-বিসিবি কমকর্তা-সাংবাদিক সবার নিরাপত্তার কথা ভেবেই এ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।