ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড ভিলিয়ার্সের ২০০তম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ২০, ২০১৬
বৃষ্টিতে পণ্ড ভিলিয়ার্সের ২০০তম ওয়ানডে ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার হয়ে এবি ভিলিয়ার্সের ২০০তম ওয়ানডে ম্যাচ ১০০তম টেস্টের মতোই হলো!  দু’টি মাইলফলক ছোঁয়া ম্যাচেই বৃষ্টি বাধা। প্রবল বর্ষণের কারণে ত্রিদেশীয় সিরিজে প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

প্রোটিয়াদের সঙ্গে অস্ট্রেলিয়াকে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো।

বার্বাডোজে প্রবল বর্ষণের আগে মাত্র এক ওভারের খেলা হয়। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। তার আগে টস হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৮ রান। কুইন্টন ডি কক ৫ ও হাশিম আমলা রানের খাতা না খুলে অপরাজিত থাকেন।

অথচ ফাইনালের লক্ষ্যে দু’দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে বোনাস পয়েন্ট সহ দুই জয়, দুই হারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই দ. আফ্রিকা। সমান ম্যাচে সমান জয় পরাজয়ে (এক ম্যাচে বোনাস পয়েন্ট) দুইয়ে থাকা অজিদের সংগ্রহ ১১। এক ম্যাচ কম খেলা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দুই জয়ে ৮ পয়েন্টে তলানিতে।

মঙ্গলবার (২১ জুন) বাঁচা-মরার লড়াইয়ে ক্যারিবীয়দের মুখোমুখি হবে অজিরা। বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। তিনদিন পর (২৪ জুন) একই ভেন্যুতে একই সময়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন ডি ভিলিয়ার্সরা। ফাইনাল ২৬ জুন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১০০তম টেস্ট খেলেছিলেন ডি ভিলিয়ার্স। সে ম্যাচটিতেও বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি! প্রথম দিনই কেবল দু’দল ব্যাটিংয়ের সুযোগ পায়। ৮৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটিং জিনিয়াস। কিন্তু দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। ফলাফল ম্যাচ ড্র।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।