চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানার বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. হৃদয় (২১), আরমান হোসেন রনি (২০), মো. নূর হোসেন (৪০), বিজয় ভট্টচার্য্য (২৪), মো. ওয়াহিদুজ্জামান আকাশ (২৬), মো. হানিফ (৪৫), মো. ইয়াছিন আরাফাত (১৯), শরীফুল ইসলাম শিপন (১৯), আবুল কাশেম প্রকাশ আফছার (৩০), মো. মাসুদ (২৫), মো. পলাশ (২৩), মো. শান্ত (৩৪), মো. আলাউদ্দিন (২৪), মো. শামীম হোসেন বিশাল (২৬), মো. নুর নবী প্রকাশ জসীম উদ্দীন (৫০), লাল মিয়া কাজী (২৮), হাছান মুরাদ রুবেল (৩৫), মো. জসিম (৩৫), মো. লিটন (২৭), ইমরান হোসেন (২৮), মো. মাঈন উদ্দিন প্রকাশ মুন্না (২১), ইয়াছিন প্রকাশ হৃদয় (১৯), মো. আল আমিন (২৩), মো. আবুল কাশেম (৪০), মো. রেদোয়ান (২৯), বিষ্ণু দাশ (৩৮), মো. জসিম (৪০), মো. ইমন হোসেন (২১), কর্ণফুলীর বড় উঠান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আজগর আলী (৩৯), মোফাজ্জল হোসেন রাকিব (২৫), মো. রিয়াজ শেখ (২২), মো. মানিক প্রকাশ রিপন (১৯), জাহেদ হোসেন রিফাত (১৯), জয় বড়ুয়া (২৩), আল আমিন (২০), মো. সুমন প্রকাশ উচা (২৪), নুর মোহাম্মদ কালু (২৪), মো. আকতার হোসেন (৩৭), হৃদয় শীল (২৩), আব্দুল্লা কবির আলী আরবি (২২), নয়ন পাল (১৮), মো. পারভেজ (২৮) মো. হাসান প্রকাশ সাকিব (১৯) ও মো. হাসিব আহম্মেদ ছুনু (৩২)।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
পিডি/টিসি