ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
‘গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’ ...

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজান মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে বোমা হামলা করে শত শত মানুষ, নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে।  

‘গাজায় বোমা হামলার ঘটনা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি চরম অবজ্ঞা।

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’।

রোববার (২৩ মার্চ) নগরের ষোলশহর ২নম্বর গেইটস্থ একটি কনভেনশন সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সাঈদ আল নোমান বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আগামীতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে- এই প্রত্যাশায় দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীন, বিএনপি নেতা আর ইউ চৌধুরী শাহীন, ইস্কান্দার মির্জা, তোফাজ্জল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন নাহিদ ও বিএনপি নেতা আবদুল হাই।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।