ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশের মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন নোমান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
‘দেশের মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন নোমান’

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বাংলাদেশে মৎস্য খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি, মা ইলিশ সংরক্ষণ ও জাটকা বিরোধী কার্যক্রমে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছিলেন।

একইসঙ্গে তিনি জাতীয় মৎস্য নীতি প্রণয়ন এবং হালদার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্প গ্রহণ করেছিলেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে সহকারী মৎস্য কর্মকর্তা ও পরিদর্শক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শোক সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং মঞ্জুর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপ পরিচালক মঈন উদ্দীন আহমদ, সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসাইন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর একান্ত সচিব নুরুল আজিম হিরু, মৎস্য কর্মকর্তা শওকত কবির, জহিরুল হক, কেএম গুলজার হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।