ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ঈদ উপহার বিতরণ ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সোশ্যাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে ৪র্থ শ্রেণির কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া।

 

উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, ডেপুটি রেজিস্টার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ড. মোহাম্মদ সিরাজ মিয়া, ক্লাবের প্রদান উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ধীমান বড়ুয়া, ক্লাবের উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শামসুন নাহার সোমা, ফার্মেসি বিভাগের শিক্ষক শারমীন আকতার, ইংরেজি বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াসমিন, আইন বিভাগের শিক্ষক রিদোয়ানুল হক প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হযরত আলী মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।

রোজা এবং ঈদকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে এই আয়োজন প্রশংসার দাবীদার। আমরা প্রত্যেকেই যদি এই ভালো কাজগুলোতে নিজেদের শরিক করতে পারি তাহলে এই সমাজ এবং রাষ্ট্র আরও সুন্দর হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।