চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ভ্যান উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার লামা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ একরাম হোসেন একই উপজেলার পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার ছেলে। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো একরাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, দুপুর ১টার দিকে একরামকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
পিডি/টিসি/জেএইচ