চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুটি ছুরি জব্দ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোহাম্মদ আজগর (৪৫) ও মোহাম্মদ পাবেল (৩০)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোরে অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে আটক করা হয়ে। তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
বিই/টিসি