ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে দুই ছিনতাইকারী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
বাঁশখালীতে দুই ছিনতাইকারী আটক 

চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুটি ছুরি জব্দ করে পুলিশ।

 

রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মোহাম্মদ আজগর (৪৫) ও মোহাম্মদ পাবেল (৩০)।

তাদের একজনের বাড়ি বাঁশখালী উপজেলায়, অন্যজনের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোরে অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে আটক করা হয়ে। তাদের কাছ থেকে  একটি হাতুড়ি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।