চট্টগ্রাম: বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮, ২০২০ ও ২০২২ সালে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে র্যাব।
রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এর আগে আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
এসময় তিনি বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন র্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
বিই/টিসি