ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

খেলা

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে হারে শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে হারে শুরু বাংলাদেশের ছবি: সংগৃহীত

ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ ইরানে শুরু হয়েছে। সাত দেশের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশও।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী ভারতের মোকাবেলা করে।  

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চার বারের চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টেও ফেভারিট তারা। ২০২২ এশিয়ান গেমসের নারী কাবাডিতে স্বর্ণপদক জিতেছে ভারত। শক্তিশালী ভারতের কাছে হেরে আজ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ৬৪-২৩ পয়েন্টে ভারত বাংলাদেশকে হারিয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল আজ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ম্যাচ শুরু হবে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ‘বি’ গ্রুপে ইরান ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।  

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আগের আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।