ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে আবেদন করেছেন রোমান সানা

আবীর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে আবেদন করেছেন রোমান সানা

আর্চার রোমান সানা বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট। সর্বশেষ টোকিও অলিম্পিকেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

কিন্তু গত বছরের ১৪ নভেম্বর এক দুঃসংবাদ পেতে হয়েছিল তাকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছিল আর্চারি ফেডারেশন।

আজ সেই নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছেন রোমান সানা।  এ ব্যাপারে বাংলানিউজকে তিনি বলেন, ‘আজ নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছি, এখন সিদ্ধান্ত ফেডারেশনের হাতে। ভালো কিছুই প্রত্যাশা করছি। ’

বর্তমানে শফিপুর আনসার ক্যাম্পে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন রোমান সানা। নিষেধাজ্ঞা দেওয়ার সময়ই আর্চারি ফেডারেশন জানিয়ে দিয়েছিল অনুশীলনের জন্য সব সরঞ্জাম দেওয়া হবে দেশসেরা আর্চারকে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বাংলানিউজকে বলেন, ‘রোমান নিজের মতো করে অনুশীলন করছেন। মানসিকভাবেও বেশ ভালো আছেন। আমরা তার প্রতি নজর রেখেছি। ’

নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে চপল বলেন, ‘এটা আসলে আমার একার সিদ্ধান্ত না। ফেডারেশনের সকলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে আলোচনা করে আমরা জানাবো। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।