ঢাকা: এগারো বছরের সিহাব। হযরত আয়েশা (র.) ফোরকানিয়া মাদরাসায় পড়ে সে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখার উদ্যোগে দক্ষিণ গাছবাড়ীয়া বুলার তালুর এলাকায় হযরত আয়েশা (র.) ফোরকানিয়া মাদরাসা চত্বরে বসুন্ধরা শুভসংঘ আয়োজন করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি ক্যাম্পেইনের। পলিথিনকে না বলি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি এসব প্লে কার্ড ছাড়াও মাদরাসা চত্বর পরিষ্কার করে শুভসংঘের বন্ধুরা।
স্থানীয় শিক্ষক আনোয়ার আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পলিথিন কীভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে বিষয়টি খুব সুন্দরভাবে শুভসংঘের বন্ধুরা এ বাচ্চাদের সচেতন করছে। এছাড়া মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এতে করে এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। আগামী প্রজন্ম আরও সচেতন হয়ে বেড়ে উঠবে। শুভসংঘকে ধন্যবাদ এ রকম একটি আয়োজন করার জন্য।
পুরো আয়োজনটিতে সহযোগিতায় ছিলেন শুভসংঘের বন্ধু মো. মারুফ, মো. এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন, মো. ফরহাদ রাফি।
এ সময় বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখার উপদেষ্টা জয় নাথ বলেন, শুভসংঘের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্ম এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে আমাদের প্রত্যাশা এটুকুই। আশা করি, শুভসংঘ পরবর্তী সময়ে তাদের এ ভালো কাজের ধারা অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
আরবি