ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শ্রমজীবী মানুষকে শীতের উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
শ্রমজীবী মানুষকে শীতের উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

শ্রমজীবী মানুষের হাতে শীতের উপহার তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কর্মরত কুলি ও পরিচ্ছন্নতাকর্মীদের কম্বল তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মোতালিব ফিজিও থেরাপি সেন্টার এ কাজে সহযোগিতা করে।

স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না।

এসময় উপস্থিত ছিলেন স্টেশনের বুকিং প্রধান মো. কবির আহমেদ, সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার দাস, থেরাপি সেন্টারের মালিক ডা. আব্দুল মোতালিব, শুভসংঘের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সদস্য সাংবাদিক চয়ন বিশ্বাস প্রমুখ।  

এ আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। স্টেশনে মোট ১৪টি কম্বল দেওয়া হয়। এছাড়া শ্রমজীবীদের মাঝে আরো ১১টি কম্বল দেওয়া হয়েছে।

এদিকে বিডি অ্যানিমেল হেলফ-এর সহযোগিতায় শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির হাতে ১২টি পোশাক তুলে দেওয়া হয়।

এছাড়া আগের রাতে ডা. মোহিনী বেগমের হাতে আরো ১২টি পোশাক দেওয়া হয়। এসব পোশাকের মধ্যে ছিল জামা, প্যান্ট, হাত ও পায়ের মোজা, টুপি।

কম্বল পেয়ে খুশি ফয়েজ আহমেদ বলেন, ‘আমার খুব ভালো লাগছে। বসুন্ধরা থেকে আমাকে কম্বল দিয়েছে। এই শীতে কাজে লাগবে। অনেকে কম্বল দিলেও আমাদের এভাবে কেউ মনে করে না। যারা আমাদের কথা মনে করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শুভসংঘের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান। সভাপতি হেদায়েতুল আজিজ জানান, চলতি বছর ব্যতিক্রম সব আয়োজন নিয়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে শুভসংঘ।  

ফিজিও থেরাপি সেন্টারের স্বত্বাধিকারী মো. আব্দুল মোতালিব জানান, শুভসংঘের সকল ভালো কাজের সঙ্গে পাশে থাকতে চান। এ ধরনের আয়োজনে আমাকে সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বুকিং প্রধান কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘স্টেশনে কর্মরত কুলিসহ অসহায়দের কথা সাধারণত কেউ মনে রাখেন না। শুভসংঘ যেটা করলো সেটা সত্যিই প্রশংসনীয়। ’ 

স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।