ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

রাজনীতি

‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না’ ‘সংবিধানসংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা

ঢাকা: নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু। তিনি বলেন, গণঅভ্যুত্থান সকল রাজনৈতিক শক্তিকে একসাথে দাঁড় করিয়েছে, বাংলাদেশের মানুষকে নতুন আশা-আকাঙ্ক্ষার জায়গায় দাঁড় করিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর লালবাগে ওয়াটার গার্ডেন কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ‘সংবিধানসংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মনির উদ্দিন পাপ্পু বলেন, নতুন আকাঙ্ক্ষার প্রধান দিক হচ্ছে, শুধুমাত্র এক ফ্যাসিস্টকে বিদায় করা না, বরঞ্চ এদেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ যারা দেশের অর্থনীতি বিকাশে মূল ভূমিকা পালন করে, তাদের জীবনমানের পরিবর্তন হবে এবং বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষেরা, সকলের নাগরিক অধিকার বাস্তবায়ন করতে পারবে এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, সদস্যসচিব মো. সেলিমুজ্জামান, সম্মিলিত পেশাজীবি সংহতির অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, বংশাল থানা সদস্যসচিব আহম্মেদ উল্লাহ (সুমিত), বংশাল থানা আহ্বায়ক জয় ভৌমিক, চকবাজার থানার সদস্যসচিব মো. হাসান, হাজারীবাগ থানার আহ্বায়ক মো. আকতার হোসেন, কোতোয়ালি থানার সদস্যসচিব মো. ফারিক, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মোহাম্মদ ময়েজ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী সমন্বয়কারী আব্দুল জলিল।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন চকবাজার থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।