জুলাই অভ্যুত্থানে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১২০ জনের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা চিঠিও দেওয়া হয়েছে।
আহত যোদ্ধাদের উদ্দেশে তারেক রহমান তার চিঠিতে লেখেন, ‘সম্মানিত সংগ্রামী বীর, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আপনাকে জানাই আমার অন্তরের গভীরতম অনুভূতি। এই পবিত্র রমজানের সময়, যখন আমরা সংযম ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি, তখন আপনার অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ’
তিনি লেখেন, ‘আপনার শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাদের ব্যথিত করে, কিন্তু একই সঙ্গে আপনার অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়। জাতির জন্য আপনার ত্যাগ ও সাহসিকতা আমাদের গর্বের বিষয়। আপনি যে কষ্ট সহ্য করেছেন, তার প্রতিদান আমরা কখনোই সম্পূর্ণভাবে দিতে পারব না, তবে আপনার পাশে থাকাই আমাদের দায়িত্ব। ’
তিনি আরও লেখেন, ‘এই সামান্য ইফতার আমাদের ভালোবাসার স্পর্শ, আমাদের শ্রদ্ধার নিদর্শন, আমাদের অঙ্গীকারের প্রতীক- আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব। আমরা জানি, আপনার যন্ত্রণা গভীর, কিন্তু আমরা আশা করি জাতির ভালোবাসা ও দোয়া আপনাকে শক্তি দিবে। আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন। আপনার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ হাফেজ। ’
পঙ্গু হাসপাতালে ইফতারসামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল কেনান, জেডআরএফের ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়রুন্নবী মজুমদার বাবলা প্রমুখ।
অন্যদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান, চিকিৎসক সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, জেডআরএফের এএইচএস হায়দার পারভেজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএইচ