সিরাজগঞ্জ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অনেক সময় চলে গেছে। আপনারা কোনো সংস্কারই করতে পারেননি।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী ভবনের হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তবর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।
সাবেক এ মন্ত্রী আরও বলেন, নতুন কোনো রাষ্ট্রের জন্ম হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদের নির্বাচন করতে হয়। কিন্ত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যেখানে সংবিধান রয়েছে যা আমাদের রাষ্ট্রের বুনিয়াদ। সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত জাতীয় সংসদই বিদ্যমান সংবিধানের সংশোধন করবে।
সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শফিকুর হায়দারসহ (রফিক সরকার) অনেকে।
বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআই