ঢাকা, বুধবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

রাজনীতি

নির্বাচন পেছাতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে: মির্জা আব্বাস 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
নির্বাচন পেছাতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে: মির্জা আব্বাস  কথা বলছেন মির্জা আব্বাস, ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন পেছাতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না।  

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি।

পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করা যায়, নতুন দলের নেতারা বলছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের নাম নেওয়া যাবে না- এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, নতুন দলের নেতারা এটা বলতেই পারেন। বিচার হোক না। বিচার তো আমিও চাই। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার আমি চাই, বিএনপি চায়, সবাই চায়, বিচার হতেই হবে।  

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এদের বিচার হতেই হবে। এ গণহত্যার বিচার হতে হবে। বিচার বন্ধ থাকুক এটা তো কেউ বলে না। নির্বাচনের আগে পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে এমনটা নয়। আদালত তার নিয়মেই চলে।

মির্জা আব্বাস বলেন, দ্রুত বিচার আদালতে আমার সাজা হয়েছে। আমার স্ত্রীর ১৬ বছরের সাজা হয়েছে, আমার ভাইয়ের ১৮ বছরের সাজা হয়েছে। আরও অনেকেরই সাজা হয়েছে। দ্রুত বিচার আদালতে বিচার করতে পারে। বিচার হোক না। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে। বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদের ক্ষতি হবে।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
টিএ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।