ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার গ্রেপ্তার উম্মে হানি সেতু

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) সকালে তাকে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাকে হস্তান্তর করে। গ্রেপ্তার সেতুর বিরুদ্ধে নাশকতার দুটি মামলা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। পুলিশ প্রহরায় তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।