সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, এদেশ যারাই শ্বাসন করেছেন, তারাই এদেশকে তাদের বাপ-দাদার ভিটা মনে করে লুটপাট করে খেয়েছেন। জামায়াতে ইসলামী কখনোই এগুলোকে প্রশ্রয় দেবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাওলানা রফিকুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রক্ত দিয়ে যারা এদেশ থেকে ফ্যাসিবাদের উত্খাত করেছে, তাদের রক্তকে আমরা কখনোই বৃথা যেতে দেব না। আর কোনো ফ্যাসিবাদের আশ্রয় এই বাংলার জমিনে হবে না।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চিরকাল ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। জামায়াত যদি সরকার গঠন করে তাহলে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। তখন এদেশে মুসলিম নর-নারী যে সুযোগ-সুবিধা ভোগ করবে, অমুসলিমরাও ঠিক তেমনি সুযোগ-সুবিধা ভোগ করবে।
বেলকুচি উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়েতের আমির শাহিনুর আলমসহ জামায়াত ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমজেএফ