ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

রাজনীতি

‘দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
‘দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে’ বক্তব্য দিচ্ছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান

রাঙামাটি: দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই। বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের প্রাণের দাবি সুষ্ঠু ভোট দিতে ব্যর্থ হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। আমরা চাই সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। তাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।  

কাপ্তাই উপজেলা আমির মুহাম্মদ হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জামায়াতের মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, জেলা আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, রাঙামাটি ২৯৯ আসনে জামায়াতের অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. মনছুরুল হক, ইসলামী ছাত্রশিবিরের জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফি।  

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির লোকমান হোসেন।  

আরও বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ছাত্রশিবির এর শাখা সভাপতি শাহাদাৎ হোসেন, উত্তর সভাপতি ইস্রাফিল হোসেন সৈকত, জামায়াতে নেতা আমির হোসেন, মো. আবু তাহের, শফিকুল আলম, চন্দ্রঘোনা মিশন ব্যাপ্টিস্ট চার্চ সাধারণ সম্পাদক বিজয় মারমা, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

কর্মী সম্মেলনে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।