ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

রাজনীতি

হাসিনার বিচার-স্থানীয় ভোট-সংস্কারের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
হাসিনার বিচার-স্থানীয় ভোট-সংস্কারের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পরওয়ার

রাজবাড়ী: গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, এমন কিছু দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।