ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
লক্ষ্মীপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ থেকে বাড়ি ফেরার পথে আরিফ খান নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের সেন্টার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ বলেন, আমি লক্ষ্মীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক প্রতীকে গণসংযোগ শেষে বাড়ি ফেরার সময় নৌকার কয়েকজন কর্মী আমার পথরোধ করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিছিলে অংশ নেওয়ার কারণ জিজ্ঞেস করেই নৌকার কর্মী মাহফুজ আহমেদ সৌরভ, রায়হান হোসেন তুষার, গোলাম সরওয়ার মাসুম দলবদ্ধ হয়ে আমার ওপর হামলা চালায়।  

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। স্বতন্ত্র প্রার্থী হলেন মোহাম্মদ থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার।  

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।