ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ফিরোজ-অয়ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ফিরোজ-অয়ন 

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।