ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জামায়াতের ঝটিকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
সিরাজগঞ্জে জামায়াতের ঝটিকা মিছিল

সিরাজগঞ্জ: বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় মিছিল করে তারা।

মিছিল শেষে সড়কে খড়কুটোয় আগুন দিয়ে অবরোধ সফল করার আহবান জানায় তারা।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলমের নেতৃত্বে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভোর ৫টা থেকেই শহরে পুলিশি টহল জোরদার রয়েছে। জামায়াত-শিবির মিছিল করেছে কিনা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।