ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

কাঁচপুরে আ.লীগের শান্তি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
কাঁচপুরে আ.লীগের শান্তি সমাবেশ

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুরে শান্তি সমাবেশ করে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৯ জুলাই) সকাল সোয়া ১১টা থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেন আ.লীগ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও আ.লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সোনারগাঁও আ.লীগের সদস্য ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ফারুক ওমরসহ আ.লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতারা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।