ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচন পরিচালনায় জাপার সমন্বয় কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
গাজীপুর সিটি নির্বাচন পরিচালনায় জাপার সমন্বয় কমিটি গঠন

ঢাকা: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য ৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় পার্টি।  

রোববার (০৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য জাতীয় পার্টির ৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করেছেন।

কমিটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। অন্যান্যরা হলেন- ভাইস-চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও মো. জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. জয়নাল আবেদিন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম সরকার।

এই কমিটি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক সহযোগিতা সর্বক্ষণই দেখভাল করবে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসএমএকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।