ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

রাজনীতি

নতুন দলে থাকছেন না আলী আহসান জুনায়েদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নতুন দলে থাকছেন না আলী আহসান জুনায়েদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন জাতীয় রাজনৈতিক দলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ থাকছেন না।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে আলী আহসান জুনায়েদ নতুন সংগঠনে যুক্ত না হওয়ার বিষয়ে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে জুনায়েদ জানান, ‘২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই দলের নেতাদের জানিয়েছি। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু, চারপাশের গুঞ্জন থামছে না। তাই, স্পষ্ট করে রাখছি।

আগামীর বাংলাদেশ বিনির্মাণেরর জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে।

বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস (অন্তর্ভুক্তি) এই দলের বৈশিষ্ট্য হোক। দু:খজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশাই করি। আশা করি, অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথচলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। ’

আলী আহসান জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। গত কয়েকসপ্তাহ ধরে তাকে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক পদে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছিল।

এর আগে ছাত্রশিবিরের আরেক নেতা আরেফীন মোহাম্মদ এ সংগঠনে যুক্ত না হওয়ার ঘোষণা দেন। ফলে সব মতধারার তরুণদের নিয়ে রাজনৈতিক বন্দোবস্ত তৈরির ঐক্যতে ফাটল ধরছে বলে অনেকেই মনে করছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।