জয়পুরহাট: অপহরণের চারদিন পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি ডোবা থেকে নাজমুল ইসলাম নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কেচের মোড়ের রেল লাইনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে নাজমুলকে কেউ মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শনিবার বদলগাছী থানায় মামলা করেন ছেলেটির পরিবার।
এরপর বদলগাছী থানা পুলিশ অভিযানে নামে। সেই সঙ্গে অন্যান্য থানায়ও খোঁজ লাগানো হয়। এদিকে, বুধবার সকালে পাশের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের বাসিন্দারা রেল লাইনের পাশের একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসআই