ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বরিশাল: ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই স্লোগানে বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে নগরের সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়াসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।