ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন রুশ নভোচারী ভালেন্তিনা তেরেশকোভা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ঢাকায় আসছেন রুশ নভোচারী ভালেন্তিনা তেরেশকোভা রুশ নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভা

ঢাকা: রুশ নভোচারী ভালেন্তিনা তেরেশকোভাকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২২-২৬ ডিসেম্বর তিনি ঢাকার পঞ্চম অল এশিয়ান ফোরামে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্র্যাজুয়েট অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান আলমগীর জলিল বিখ্যাত এ রুশ নভোচারীকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আলমগীর জলিল মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলানিউজকে বলেন, বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেন্তিনা তেরেসকোভাকে ঢাকার আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সব ঠিক থাকলে তিনি আগামী ডিসেম্বরে ঢাকায় আসবেন।  

রাশিয়া ও সোভিয়েত বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদের অ্যালামনাই সম্মেলন ‘পঞ্চম অল এশিয়ান ফোরাম’ আগামী ২২-২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্যই ভালেন্তিনাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়।

ভালেন্তিনা তেরেশকোভা বিশ্বের প্রথম নারী যিনি মহাকাশ অভিযানে যান। ১৯৬৩ সালের ১৬ জুন ভস্তক-১ এ চেপে তিনি মহাকাশে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।