ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

‘দুর্নীতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
‘দুর্নীতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়’ দুদক চেয়ারম্যানের সঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়। যারা জনগণের অর্থ লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েন তারাও মানবাধিকার লঙ্ঘনকারী। কারো অধিকার লঙ্ঘন করেই দুর্নীতি করতে হয়’।

সোমবার (০৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

মানবাধিকার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, প্রতিষ্ঠান হিসাবে দুদক মানবাধিকার লঙ্ঘন করছে কি-না, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন।

সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা ছাড়া দুর্নীতি-মানবাধিকারের মতো বিষয়গুলো কাঙ্ক্ষিত পর্যায়ে আনা কঠিন। সর্বত্র সুশাসন নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেবে না কমিশন। এক্ষেত্রে কোনো পরিচয়ই কাজে আসবে না। দুর্নীতিপরায়নদের আইনের মুখোমুখি হতেই হবে।

তিনি আরো বলেন, দুদক ও মানবাধিকার কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে। কারণ এসব প্রতিষ্ঠানের লক্ষ্য প্রায় অভিন্ন। সুশাসন প্রতিষ্ঠাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সৌজন্য সাক্ষাতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, মূল্যবোধ বিকশিত করার ক্ষেত্রে দুদক এবং মানবাধিকার কমিশন একত্রে কাজ করতে পারে। মানুষের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, এ বিষয়ে মানবাধিকার কমিশন সজাগ থাকবে। মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা আমাদের আইনি দায়িত্ব পালন করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো।

সাক্ষাৎ শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘন হলে সেখানেও তৎপর থাকবে কমিশন।

সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, ড. নমিতা হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
ডিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।