ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
বাংলাদেশ-ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে  দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লে. জেনারেল অমরজিৎ সিং বেদিকে স্বাগত জানাচ্ছেন মোয়াজ্জেদ হোসেন

ঢাকা: বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে। আগামী দিনে দু'দেশের মধ্যে আরো সহযোগিতা বাড়বে। 

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা একথা বলেন।  

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে বুধবার ( ২১ নভেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লে. জেনারেল অমরজিৎ সিং বেদি।  

এতে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম জিয়াউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লে. জেনারেল অমরজিৎ সিং বেদি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়। দু’দেশের মধ্যে এখন চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে।

আগামী দিনে দু’দেশের মধ্যে আরো সহযোগিতা বাড়বে বলে তিনি প্রত্যাশা করেন।  

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও অনুপ্রেরণায় বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।

তিনি মুক্তিযুদ্ধে নিহতদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।