ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১০ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
বেনাপোলে ১০ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে দিনভর অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এতোদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গোপন খবর আসে বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতান করে।

বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতাকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।