ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

‘হাজী সেলিম মার্কেট’ দখল নিয়ে মারামারি, আহত কয়েকজন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
‘হাজী সেলিম মার্কেট’ দখল নিয়ে মারামারি, আহত কয়েকজন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ‘হাজী সেলিম ক্রোকারিজ মার্কেট’ দখল কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১০ মার্চ) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, সোয়ারীঘাটের অপজিটে একটি মার্কেট দীর্ঘদিন যাবৎ দখলে ছিল হাজী সেলিমের। নতুন করে এই মার্কেট দখলকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো সংবাদ নেই। দুই গ্রুপে কারা মারামারিতে লিপ্ত হয়েছিল বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে মিটফোর্ড হাসপাতাল থেকে জানা যায়, চকবাজারে মারামারির ঘটনায় দুই-তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।