ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া সেই ট্রাকের চালক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া সেই ট্রাকের চালক গ্রেপ্তার ট্রাকচালক মো. টিটন ইসলাম

ঢাকা: রাজধানীর বনানীতে এক নারী পোশাকশ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার চালকের নাম মো. টিটন ইসলাম।

সোমবার (১০ মার্চ) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রাকচাপায় মিনারা আক্তার (১৯) নামের ওই পোশাকশ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক।

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা বনানীর সড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকরা। এতে ওই সড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আগের নিউজ লিংক>> বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ, তীব্র যানজট

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ